পদ্মা সেতুর নাট খুলে ‘ভাইরাল’! তরুণ আটক।

পদ্মা সেতুর নাট খুলে ‘ভাইরাল’! তরুণ আটক।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া তরুণকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে ওই তরুণকে আটক করা হয়।

সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই তরুণের নাম বাইজীদ। তার বাড়ি পটুয়াখালীতে। রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।

এর আগে আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে টিকটকের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পদ্মার সেতুর রেলিংয়ের নাট-বল্টু হাত দিয়েই খুলে ফেলেন একজন তরুণ। লোহার রেলিংটি কংক্রিটের রেলিংয়ের সঙ্গে আটকানো ছিলো ওই নাট দুটি দিয়ে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয় তীব্র সমালোচনা। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, তরুণ যন্ত্রের সাহায্যে খুলেই পরে শুটিং করেছেন। বর্তমানে এ সেতু দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ফলে এখানে কেউ নেমে ছবি তুলতে পারবে না বা হাঁটাহাটি করা কিংবা ময়লা ফেলতে পারবে না। কারণ এটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা।