পানছড়িতে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

পানছড়িতে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ, থানা, রাজনৈতিক-সামজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন। 

পানছড়ি উপজেলা মাঠে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান হয়। 

পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজের সভাপতিত্বে পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ পরিবারের সদস্যগণ, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা  ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ, পানছড়ি উপজেলা প্রকৌশলী বিভাগের কর্মকর্তা আব্দুল খালেক,  পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল কবির, পানছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া এবং প্রশাসনিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।