প্রগতিশীল ভালো মানুষদের আমি ভালোবাসি : কালাম আঝাদ

প্রগতিশীল ভালো মানুষদের আমি ভালোবাসি : কালাম আঝাদ

আমি আমার শুভাকাঙ্ক্ষী দেশ ও মানুষদের ভালো চাই
যাঁরা ভালো কাজ করে
ভালোর জন্য লড়ে
আমি ভালো চাই তাঁদের, যাঁরা অন্যায় দেখে মুখ বুজে থাকে না
প্রতিবাদ করে, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ায়
যাঁদের মনে সব সময়ই ভালো কাজের ভাবনা
সেসব প্রগতিশীল ভালো মানুষদের আমি ভালোবাসি।