প্রধানমন্ত্রী শনিবার গোপালগঞ্জে যেতে পারেন
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নতুন সরকার গঠনের পর আসছে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জে যেতে পারেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
গত রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংসদের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) মাত্র ১১টি আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিয়েছেন নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় ৩৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ডাক পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আজকেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।
নতুন সরকার গঠনের পর শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।