তিস্তা প্রকল্প স্পর্শকাতর দাবি করে নিজেদের অবস্থান জানালো চীন

তিস্তা প্রকল্প স্পর্শকাতর দাবি করে নিজেদের অবস্থান জানালো চীন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : তিস্তা প্রকল্প ঘিরে স্পর্শকাতরতা আছে। এ প্রকল্প বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানকার মানুষের প্রয়োজনও এটা। সে কারণে এ প্রকল্পকে ইতিবাচকভাবে দেখা উচিৎ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, অধ্যাপক এম এম আকাশ, রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস।