বেনাপোলে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন

বেনাপোলে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; মনির হোসেন, বেনাপোল : হেরোইন মামলায় একজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের আদালত। অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক জয়ন্তী রানী দাস এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলো : যশোরের  শার্শার বেড়ি গ্রামের পশ্চিমপাড়ার আকিজ উদ্দিনের ছেলে রনি আহম্মেদ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ মে শার্শা থানার পুলিশ উলাশী নীলকুঠি পার্কের সামনে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে রনি আহম্মেদকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ শ গ্রাম করে ৫টি প্যাকেটে ৫ শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মামুনুর রশিদ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই ইমরুল হুসাইন আসামি রনি আহম্মেদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি রনি আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রনি আহম্মেদ জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।