বাংলা আমার মায়ের ভাষা : কালাম আঝাদ
বাংলা আমার মায়ের ভাষা
এই ভাষাতেই হাসি-কান্না
দুঃখ শেষ আর সুখের বন্যা
এই ভাষাতেই কৃষক-শ্রমিক
খিলখিলিয়ে হাসে।
এই ভাষাতেই প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি, মন্ত্রী সকল
এই ভাষাতেই এলিট শ্রেণি
মানুষ ভালোবাসে।
এই ভাষাতেই কামার-কুমার
এই ভাষাতেই তোমার-আমার
মন ভালোবাসে।
পাকিস্তানি জিন্নার দল
রাষ্ট্রভাষা উর্দু চাইলো
বঙ্গবন্ধুকে জেলে দিলো
বাংলা আমি পাবো বলে
পাকির বিরুদ্ধে স্লোগান হলো
ওই মিছিলে গুলি চালালো
রফিক, বরকত, জব্বার, শফিউর
আরও কতো প্রাণ গেলো
আমার ভাইয়েরা রক্ত দিলো
আমার ভাষার প্রাণ বাঁচালো
বাংলা ভাষা মুক্ত হলো।
(কবিতাটি গত পহেলা ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে এটি পুনরায় প্রকাশিত হলো)