বিসিএস পরীক্ষাকেন্দ্র ঘিরে নির্দেশনা দিলো সিএমপি।

বিসিএস পরীক্ষাকেন্দ্র ঘিরে নির্দেশনা দিলো সিএমপি।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএস (২০২০) আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

বুধবার (২০ জুলাই) বিপিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। সংশোধিত নতুন সময়সূচিতে পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হবে এবারের বিসিএস লিখিত পরীক্ষা।

বিসিএস পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২ শ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার; মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান; উচ্চস্বরে চিৎকার, হৈ-চৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনও শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ।

তবে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারী এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।