ভ্যাট দিয়ে পুরস্কার পাচ্ছে অলিম্পিক
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : শিল্প খাতে দেওয়া কর অব্যাহতি সুবিধা যৌক্তিক করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেছেন, ‘কর অব্যাহতি, কর ছাড়ের নামে শিল্প খাতের সক্ষমতা বাড়াতে নীতি সহায়তা দেওয়া হয়। এই কর ছাড় বা কর অব্যাহতি যৌক্তিক করা হবে। এটি চলমান প্রক্রিয়া। প্রতিবছরই আমরা কর ছাড় যৌক্তিক করছি। এটি এক দিনে হবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এটা বোঝে।’ এদিকে এবার ভ্যাট দিয়ে পুরস্কার পেতে যাচ্ছে অলিম্পিক এবং এসএমসিসহ বেশকিছু প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রশ্নটি ছিলো, ঋণ পেতে আইএমএফ শর্ত দিয়েছে কর অব্যাহতি কমাতে হবে। এনবিআর কী করছে?
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘কোনও খাতের কর অব্যাহতি ১০ বছর। কোনোটির ২০৩১ সাল পর্যন্ত, আবার কোনোটির ২০২৬ সাল পর্যন্ত। এগুলো আমরা দেখছি।’
সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এনবিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও বলেন, ‘আইএমএফ ভর্তুকি বা নগদ সহায়তা কমানোর কথা বলছে। তাদের দাবি, এ দেশে কিছু কিছু জায়গায় এই ভর্তুকি বেশি। ওরা যেসব দেশ থেকে এসেছে, সেখানেও ভর্তুকি দেওয়া হয়। বিশেষ করে জাপান ও ইউরোপের দেশগুলোতে কৃষি খাতে ভর্তুকি না দিলে ওই খাত টিকতে পারবে না। আমরা ধীরে ধীরে যৌক্তিকভাবে ভর্তুকি কমিয়ে আনবো।’
শনিবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস।
এ ছাড়া ভ্যাট সপ্তাহও শুরু হবে এদিন থেকে। এ উপলক্ষে এনবিআরের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দিবসটির প্রতিপাদ্য হলো, ‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়বো জাতি’।
এবার জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ ও এসএমসি এন্টারপ্রাইজ; ব্যবসায় শ্রেণিতে গাজীপুরের ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড; সেবা শ্রেণিতে বিকাশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক এবং নগদ লিমিটেড।