ভারত চায়, বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন হোক
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব অপরিবর্তিত, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত। ভারত চায় বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন হোক। শুক্রবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনি পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়টির মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন।
এ সময় নির্বাচনের আগে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন, সেই বিষয়ে বিএনপির লাগাতার আন্দোলন, বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য এবং তৃতীয়পক্ষের হস্তক্ষেপের বিষয়ে একাধিক প্রশ্ন করা হয় অরিন্দম বাগচিকে।
তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ বিষয়ে মন্তব্য করা অনুচিত এবং তৃতীয়পক্ষের হস্তক্ষেপও কোনোভাবেই কাম্য নয়।
সম্প্রতি সংবাদমাধ্যমে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে- এ বিষয়ে অরিন্দম বাগচি বলেন, তৃতীয়পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনও বিষয় নিয়ে কোনও মন্তব্য করা ঠিক নয়। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।
তিনি জানান, বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মনোভাব অপরিবর্তিত। এ বিষয়ে তিনি কয়েক সপ্তাহ আগের ব্রিফিংয়ে ভারতের মনোভাব স্পষ্ট জানিয়েছিলেন।