ভারতের বন্ধুত্বের হাত : ঈদের আগে পেঁয়াজ আসা শুরু।

ভারতের বন্ধুত্বের হাত : ঈদের আগে পেঁয়াজ আসা শুরু।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ ও নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; যশোর : হঠাৎ অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার। আসছে ঈদুল আজহা উপলক্ষে বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ৫টি ট্রাকে করে ১২৪ টন পেঁয়াজ এসেছে হিলি স্থলবন্দর দিয়ে। এই পেঁয়াজ আমদানি করেছে এনি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এরপরই দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা এলসি খোলার কাজ শুরু করেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বন্দরের অনেক আমদানিকারক আইপি অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর থেকে বিভিন্ন ব্যাংকে এলসি করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে, সেইসঙ্গে দামও কমবে।’

‘ভারত আমাদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকে, তাই ভারতকে আমরা ধন্যবাদ জানাই।’