ভারতের প্রজাতন্ত্র দিবস

ভারতের প্রজাতন্ত্র দিবস

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আজ ২৬ জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবস। দেশভাগের ফলে ব্রিটিশ শাসন মুক্ত হবার তিন বছর পর ১৯৫০ সালের আজকের দিনেই কার্যকর হয়েছিলো দেশটির সংবিধান। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস।

এরইমধ্যে শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা। সকালে এ উপলক্ষে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

২০২৪ সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এর মধ্যে একটি ‘বিকশিত ভারত’, অন্যটি ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর নেতৃত্বে স্থানীয় সময় সকাল ১০টায় কতর্ব্য পথে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ। অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কুচকাওয়াজে এ বছর প্রথমবারের মতো নারী শক্তি প্রর্দশন করা হবে। এতে শতাধিক নারী ভারতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে কুচকাওয়াজ শুরু করবেন।

৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে দিল্লিকে। ভারতের রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ৭০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী।

উল্লেখ করা যেতে পারে, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরও দেশটির নিজস্ব কোনও সংবিধান ছিলো না। ভারতের জন্য স্থায়ী সংবিধান প্রণয়নের প্রবল প্রয়োজনীয়তা ছিলো। এ কারণে ১৯৪৭ সালের ২৯ আগস্ট একটি খসড়া সমিতি বা ড্রাফ্ট কমিটি গঠন করা হয়। এই সমিতির অধ্যক্ষ ছিলেন ড. বি আর আম্বেদকর।

১৯৪৭ সালের ৪ নভেম্বর ভারতের নতুন সংবিধানের খসড়া তৈরি করে ফেলে সেই কমিটি। ৯ ডিসেম্বর ১৯৪৬ সংবিধান সভার প্রথম অধিবেশন আয়োজিত হয়েছিলো। স্বাধীনতার পর নতুন সংবিধানের খসড়া তৈরি হলে তা ওই সভায় পেশ করা হয়। প্রস্তাবিত সংবিধান কার্যকরী করার আগে ২ বছর ধরে সভার অধিবেশনে তার খসড়া নিয়ে আলোচনা করা হয়।

১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংশোধন ও সংযোজনের পর সংবিধান সভায় ভারতীয় সংবিধান গৃহীত হয়। অবশেষে ১৯৫০ সালে ২৪ জানুয়ারি শেষবারের মতো সংবিধান সভা অধিবেশনের ডাক দেয়। এদিনই সভার ৩০৮ জন সদস্য সেই খসড়ায় স্বাক্ষর করে তাকে ভারতীয় সংবিধানের স্বীকৃতি দেন। এদিন সংবিধান স্বীকৃতি পেলেও তা সারা ভারতে কার্যকরী হয় ঠিক দু-দিন পর ২৬ জানুয়ারি।