ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা মারা গেছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৯ বছর। শুক্রবার (৩০ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

দুদিন আগে স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো হীরাবেন মোদিকে। সেখানেই রাত সাড়ে ৩টায় তাঁর মৃত্যু হয়।