মাঙ্কিপক্স সন্দেহে ভারত ফেরত এক বাংলাদেশি আইসোলেশনে।

মাঙ্কিপক্স সন্দেহে ভারত ফেরত এক বাংলাদেশি আইসোলেশনে।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; বেনাপোল : বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত আব্বাস আলী নামের এক বাংলাদেশির শরীরে চিকেনপক্স জাতীয় ভাইরাস পাওয়ায় তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুর ১টার দিকে তাঁকে সদর হাসপাতালে পাঠায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। তবে এটি মাঙ্কিপক্সের লক্ষণ কি-না, এ মুহূর্তে কোনও মন্তব্য করতে রাজি হয় নি স্বাস্থ্যকর্মীরা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল কর্মকর্তা মহাসিনা রুমপা জানায়, যশোরের বাসিন্দা আব্বাস আলী সকালে ভারত থেকে ফিরে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এ সময় স্বাস্থ্য কর্মীরা দেখতে পান তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে চিকেনপক্সের মতো কিছু বের হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরে তাঁকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী বাঙলা কাগজ ও ডনকে জানান, বর্তমানে ওই যুবক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শরীরে চিকেনপক্সের মতো গুটিগুটি বের হয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটা কোন ধরনের ভাইরাস, সঠিকভাবে বলা যাবে না।