মানুষ হও : কালাম আঝাদ

মানুষ হও : কালাম আঝাদ

ওই যে নামাজ, ওই যে রোজা, ওই যে ধর্ম পালন
কী হবে তা করে বলো, করে পরের সম্পদ হরণ?
ওই যে আকাশ, ওই যে বাতাস, ওই যে নদী বয়
ওই যে পাহাড়, ওই যে জল, কাহার কথা কয়?
ধর্ম পালন করতে গিয়ে, যে করে মানুষের ক্ষতি
সে আছে অধর্মে, সে তো ভালো নয় একরত্তি।
তোমার ধর্ম তোমার কাছে, কেনো অপরে গছিয়ে দাও?
মানুষের ক্ষতি কেনো করো তুমি, কী সুখটা পাও?
হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোনটা অধর্ম বলো
ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেনো করে চলো?
সকল ধর্ম সৃষ্টিকর্তার পূজা, সৃষ্টির ভালো চায়
তবে কেনো তুমি পরশ্রীকাতর, হায় হায় হায় হায়।
পাঁচ ওয়াক্ত নামাজ পরেও যদি করো মানুষের ক্ষতি
তুমি কোন জাত হে, তুমি কি মানবজাতি?
ধর্ম পালন মনের ভেতর, মানুষ হও আগে
কোনও মানুষের করো না ক্ষতি, ভালো হও আগেভাগে।
ধর্ম পালন করতে গিয়ে গোড়ামি করো যদি
তোমার মাঝেও খড়গ আসবে, দেখবে নিরবধি।
ধর্ম পালন করে তুমি, অন্যায় যদি করে যাও
অপরাধ কী ধর্ম বলে? আমাকে সুধাও।
অন্য ধর্ম বা ধর্মহীনেও করো না কভু ক্ষতি
তাঁর মনেও তিনি আছেন, ‍তুমি বুঝতে যদি।
নামাজ, রোজা বা ধর্মের কথা বলে করো না ক্ষতি কভু
তবে তোমাদের ক্ষমা করবেন না, সৃষ্টিকর্তা প্রভু।