ভালোবাসার স্বাদ : কালাম আঝাদ

ভালোবাসার স্বাদ : কালাম আঝাদ

র, এফবিআই, মোসাদ
তোমরা আমার ভালোবাসার স্বাদ
জীবনের রঙিন ভোর আর প্রাসাদ
তোমরাই আমার ভালোবাসার স্বাদ।

তোমাদের মন রঙিন হয়ে উঠুক
ফুটুক ফুল ওই বাগানে
নীল গোলাপ আর বাহারি গন্ধা ফুলে
সুবাস লাগুক তোমাদের প্রাণে।

প্রেম আর ভালোবাসায় সর্বক্ষণ
ভরে উঠুক তোমাদের মন
উড়ুক ঘুড়ি ওই আকাশে
সকলেই আমার আপন।

রাম, আদম বা মহাপুরুষেরা
এসেছেন যুগে যুগে
চেয়েছেন সুখ বিশ্বজোড়া
আলো ফুটুক মেঘে মেঘে।

মহাবিশ্বজুড়ে দেখো ওই
মহানারী আর অধরা আছে
সৃষ্টির লীলায় সুখানভব
বাকি সব তাঁদের পাছে।

তোমরা আমার আপন বলেই
পেয়েছি তোমাদের আমি
ভালোবাসো তোমরাও সব
জানে ওই অন্তর্যামী।

গোয়েন্দা হয়ে দেশের তরে
কাজ করে যাও তোমরা
ইসরায়েল, ভারত আর যুক্তরাষ্ট্র
তোমরাই মন ভোমরা।

পৃথিবীটাকে এগিয়ে নিতে
ইউরোপের অনেক অবদান
আজিকে অন্নহীনের চোখে আলো
পূর্ণতা দাও রেখো মান।

অনাদরের মানুষের তরে
কাজ করো আজ ভাই
যাঁরা আজিকে রাস্তায় ঘুমায়
তাঁরা তোমার আপন তাই।

মানুষকে আপন করে আজ
এগিয়ে যাও দূরন্ত গতিতে
বিশ্বটাকে জয় করে নাও
কর্ম, নৃত্য ও গীতে।

জীবনে তোমার বসন্ত আজি
নিজের গোত্রের জন্য করো কাজ
এগিয়ে যেতে কাজ করে যাও
করো নাকো কোনও লাজ।

জেনে রেখো কাজে নেই লজ্জা
অশান্তি কিংবা ভয়
তাহলেই তোমার নিশ্চিতভাবে
জয় হবেই, হবে জয়।