মালদ্বীপে ‘রেমিট্যান্স যোদ্ধা’  রফিকুল মারা গেছেন

মালদ্বীপে ‘রেমিট্যান্স যোদ্ধা’  রফিকুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; আবদুল্লাহ কাদের, মালদ্বীপ : মালদ্বীপে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা রফিকুল ইসলাম মিয়াজি (মনা) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে মারা যান তিনি।

এর আগে  শনিবার (১৫ অক্টোবর) ব্রেইন স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে তাঁকে তাঁর সহকর্মীরা বিলিখিলি আইল্যান্ডের হাসপাতালে চিকিৎসার দেওয়ার জন্য নিয়ে যান। চিকিৎসক দেওয়ার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মালদ্বীপের রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে তাঁকে দেখতে যান বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী জসিম উদ্দিন। তিনি জানান, ব্রেইন স্ট্রোকে মস্তিষ্কের প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো রফিকুলের।

রফিকুল ইসলাম জীবীকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান দীর্ঘ ১০ বছর আগে। তাঁর স্বপ্ন ছিলো দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা। পাশাপাশি নিজের পরিবারকে সুখে রাখার প্রত্যয় ছিলো তাঁর। রফিকুল মালদ্বীপের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজর হিসেবে কর্মরত ছিলেন।