যুক্তরাষ্ট্রের দলে ডাক পেলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন

যুক্তরাষ্ট্রের দলে ডাক পেলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। ঘোষিত এই দলে জায়গা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের।

আগামী পহেলা জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট উপলক্ষেই প্রতিবেশি দেশটির সঙ্গে এই সিরিজ খেলছে যুক্তরাষ্ট্র। আগামী ৭ এপ্রিল শুরু হবে ৫ ম্যাচের এই সিরিজ। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। টেক্সাসের হাউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

২০১৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন অ্যান্ডারসন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে দারুণ ফর্ম দেখান এই অলরাউন্ডার। দেশটির মাইনর লিগ টুর্নামেন্টে মাত্র ২৮ ইনিংসেই ১৪৬ স্ট্রাইকরেটে করেন ৯০০ রান। 

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যান্ডারসন। ওয়ানডেতে সেটিই ছিলো তখন দ্রুততম সেঞ্চুরি। পরের বছর ৩১ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন ডি ভিলিয়ার্স।

যুক্তরাষ্ট্রের ঘোষিত এই দলে জায়গা হয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক খেলোয়াড় হারমিত সিং, কানাডার সাবেক অধিনায়ক নিতিশ কুমার ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের তারকা অ্যান্ড্রিস গাউস ও শ্যাডলি ভ্যান শ্যালকউইকেরও।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, হরমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, শ্যাডলি ভ্যান শ্যালকউইক, স্টিভেন টেলর ও উসমান রফিক।

রিজার্ভ খেলোয়াড় : জুয়ানয় ড্রিসডেল, সাইতেজা মুকামাল্লা ও শায়ান জাহাঙ্গীর।