রাজবাড়ীতে গুলি, ম্যাগাজিন ও বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ তাজুল ইসলাম ওরফে তাইজেল (৪০) এবং মো. হৃদয় মীর (২২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ীর কালুখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) (এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন : পাংশা থানার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে মো. তাজুল ইসলাম এবং একই থানার নারায়নপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে হৃদয় মীর।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের বি-কয়া চারাখালীতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
আসামি মো. তাজুল ইসলাম ওরফে তাইজেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলাসহ মোট আটটি এবং আসামি মো. হৃদয় মীরের বিরুদ্ধে পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।