নান্দাইলের পৌর সদরে দিন-রাতে একাধিক বাসায় ‘দুর্ধর্ষ’ চুরি।

নান্দাইলের পৌর সদরে দিন-রাতে একাধিক বাসায় ‘দুর্ধর্ষ’ চুরি।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল পৌর সদরে দিন-রাতে একাধিক বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার (৩১ জুলাই) দিবাগত রাতে পৌরসভার আদর্শ পল্লীতে পারভিন সুলতানার বাসার তালা কেটে এবং সোমবার (পহেলা আগস্ট) দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দুটি ফ্লাটে চুরির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত চোরেরা এসব ফ্ল্যাটের ২ বাসার তালা ভেঙ্গে দুই ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় অর্ধ লাখ টাকা নিয়ে গেছে। 

এ ছাড়া রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন শহীদ মেম্বারের দুটি ফ্ল্যাটে চুরি হয়েছে। অপরদিকে নান্দাইল উপজেলা মসজিদের দক্ষিণ পাশে নন্দন হোটেলের সঙ্গে একটি দোকানের টিনের চাল কেটেও চুরি করার চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বাঙলা কাগজ ও ডনকে বলেন, দিন দুপুরের এমন ঘটনা অবাক করার মতো। তবে কেউই বিষয়টি আন্দাজ করতে পারে নি। সবাই মনে করেছে যে, নিশ্চয়ই কোনও অতিথি এসেছে, কোনও ফ্ল্যাটে। 

চুরির ঘটনায় নান্দাইল মডেল থানায় অভিযোগ প্রদান করা হয়েছে। অভিযোগের পরপর উপ-পরিদর্শক (এসআই) বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ আশা করছে, চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।