রূপপুর থেকে ২০২৩ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

রূপপুর থেকে ২০২৩ সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : আগামী বছর মানে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার (১৯ অক্টোবর) তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। হয়তো ২০২৩ সালের মধ্যেই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে বলবো, দোয়া করেন, যেনো এটা আমরা করতে পারি। ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটও চালু হওয়ার আশা রাখি।

আজ সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়েক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি স্থাপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে গণভবনপ্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন সরকারপ্রধান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কোনও ঝুঁকি নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ আসবে। এখন যেমন জলবায়ু পরিবর্তন নিয়ে সবাই উদ্বিগ্ন, আমাদের কিন্তু কোনও রকম নিঃসরণ হবে না। কোনও রকম পরিবেশের ওপর প্রভাব পড়বে না। সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করে মানুষকে দিতে পারবো।

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চলমান থাকায় বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া ও প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। 

এ ছাড়া সার্বিক সহযোগিতার জন্য রূপপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই বিদ্যুৎকেন্দ্র শুধু বিদ্যুৎকেন্দ্র না। আপনাদের মনে রাখতে হবে, এটা নিউক্লিয়ার পাওয়ার। এই শক্তির ব্যবহার শান্তিপূর্ণভাবে উন্নয়নের জন্য, সে একটা দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপন করেছে বিশ্বব্যাপী। এটা সবার মাথায় রাখতে হবে যে, আমাদের দেশে সব নিরাপত্তা নিশ্চিত করে এটা করে যাচ্ছি।