রাফাহ অভিযানের তারিখ ঠিক করেছে ইসরায়েল

রাফাহ অভিযানের তারিখ ঠিক করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে সামরিক অভিযানের তারিখ নির্ধারণ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযানের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিবিসি’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তারিখ নিয়ে বিস্তারিত কিছু জানান নি নেতানিয়াহু। বিগত সপ্তাহগুলোতে বারবার রাফাহতে অভিযান চালানোর কথা বলে আসছিলেন নেতানিয়াহু। বিশ্বনেতারা বারবার তাঁকে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। তবে তা উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাফাহ সীমান্তে সন্ত্রাসী দমনে এই অভিযান জরুরি।

রাফাহতে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলের ১ হাজার ৪ শ জন নিহত হন। এরপর হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় ৩৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।