রোমাঞ্চ ছড়িয়ে ৫ রানের জয়ে ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

রোমাঞ্চ ছড়িয়ে ৫ রানের জয়ে ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : সাত বছর আগে ২০১৫ সালের সেই ঐতিহাসিক সিরিজ জয়ের পর দ্বিতীয়বারের মতো ভারতকে ‘ধরাশায়ী’ করলো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো লাল-সবুজ বাহিনী। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৫ রানে।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আরেকটা ব্লকব্লাস্টার ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এ সময় ব্যাট হাতে অনিন্দ্য সুন্দর শতরানে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দেন মেহেদী হাসান মিরাজ। 

বড় টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর আঙুলে চোট নিয়েই খেলতে নেমে পড়েন টিম ইন্ডিয়া কাপ্তান রোহিত শর্মা। 

শেষ ওভার :
প্রথম বলে ডট। পরেরটি অফ স্টাম্পের বেশ বাইরে, ব্যাট চালিয়ে আউটসাইড-এজ থেকে চার পান রোহিত। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে আসে আরেকটি চার। চতুর্থ বলে ডট, শেষ ২ বলে তাই রোহিতের প্রয়োজন ছিলো ২টি ছক্কা। পঞ্চম বলে টেনে সাইটস্ক্রিন বরাবর ছয়, সেটিতে ফিফটি হয়ে গেছে রোহিতের, মাত্র ২৭ বলেই। শেষ বলটি ছিলো ফুললেংথে, রোহিত মিস করে গেছেন সেটি। ফলে বাংলাদেশ জিতেছে ৫ রানে।