রুমার পর গুলি ছুড়ে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে কুকিচিনের ডাকাতির চেষ্টা!

রুমার পর গুলি ছুড়ে থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে কুকিচিনের ডাকাতির চেষ্টা!

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের রুমার পর এবার থানচিতে গুলি ছুড়ে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করেছে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন। এ সময় থানচি বাজারে আসা লোকজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় সন্ত্রাসীরা।

বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে কর্মরত সনদ দাশ।

এ সময় কুকিচিনের সন্ত্রাসীরা বাজার ঘেরাও করে ফেলে। আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তারা।

স্থানীয় লোকজন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার কিছু পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা করে কুকিচিন। এ সময় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ও স্থানীয়রা পালিয়ে যান। এই ঘটনার পর থানচি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে কুকিচিন রুমার সোনালী ব্যাংকের শাখায় হামলা চালিয়ে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপককেও অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় কুকিচিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।