কুকিচিন আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুকিচিন আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি এবং থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইদানিংকালে আমরা দেখছি কুকিচিন আবারও মাথাচাড়া দিচ্ছে। এরই মধ্যে পুলিশ ও বিজিবি অভিযান শুরু করেছে। প্রয়োজন হলে সেনাবাহিনীও অভিযানে যোগ দেবে।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুমাতে সাবস্টেশন বন্ধ করে তারা সোনালী ব্যাংকে যায়। সেই সময় পুলিশ এবং শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলো, তারা তারাবির নামাজ পড়ছিলো। আজকে থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকেও তারা চেষ্টা করেছে। এটা প্রতিরোধে যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হবে। সব বিষয় দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, কুকিচিনের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির অভিযান চলছে। প্রয়োজনে সেনাবাহিনীও যোগ দেবে।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। ব্যাংকটির ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ব্যাংকটির ম্যানেজারকেও তুলে নেওয়া হয়। পরে আজ বুধবার বেলা সাড়ে ১২টার পর থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়।