লিপ ইয়ার নিয়ে সুন্দর তথ্য

লিপ ইয়ার নিয়ে সুন্দর তথ্য

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : লিপ ইয়ার, মানে যে বছরে থাকে ২৯ ফেব্রুয়ারি। চলতি ২০২৪ সালেও রয়েছে ২৯ ফেব্রুয়ারি।

লিপ ইয়ারের অতিরিক্ত দিনটা জরুরি আমাদের সৌরজগতের বিশৃঙ্খল অবস্থার জন্যই।

কারণ এক বছরে পৃথিবী সূর্যের চারপাশে একটা সম্পূর্ণ কক্ষপথ ঘুরে আসতে কিন্তু ঠিক পুরোপুরি ৩৬৫ দিন লাগে না। বরং সব মিলে সময়টা ৩৬৫.২৪২২ দিনের মতো।

ফলে প্রতি বছর আসলে একদিনের চার ভাগের এক ভাগ সময় যোগ হয়।