সুইজারল্যান্ড গেলেন স্পিকার

সুইজারল্যান্ড গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আগামী ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন : জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মুজিবুল হক এবং আখতারুজ্জামান। 

আর সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব নাজমুল হক, উপ-সচিব ওয়ারেস হোসেন ও উপ-সচিব জসিম উদ্দিন প্রতিনিধিদলে রয়েছেন। তবে স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে সফরসঙ্গী হয়েছেন।

সম্মেলন শেষে আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন স্পিকার, সংসদীয় প্রতিনিধিদল ও তাঁর সফরসঙ্গীরা।