সুন্দরগঞ্জে পুতুলকে নিয়ে আপত্তিকর পোস্টদাতা গ্রেপ্তার।

সুন্দরগঞ্জে পুতুলকে নিয়ে আপত্তিকর পোস্টদাতা গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) কটূক্তিমূলক পোস্টদাতা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের রুমন সরকার (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৭ জুন) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত রুমন সরকারকে (রনী) আদালতে পাঠানো হয়েছে। সে দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। এর আগে রোববার (২৬ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক তারিকুল তৌফিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌর কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। গত শনিবার (২৫ জুন) রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা তারিকুল তৌফিক বাঙলা কাগজ ও ডনকে বলেন, আসামির ফেসবুক আইডি ভিজিট করে তাকে অন্য কোনও রাজনৈতিক দলের মতদর্শী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) এম এ আজিজ বাঙলা কাগজ ও ডনকে বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তিমূলক পোস্টদাতা রুমন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদি আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বলেন, রুমন সরকারের এ কটূক্তি সমস্ত নারীকে নিয়ে করেছে। বিকৃত ছবি ও কথাগুলো অত্যন্ত আপত্তিকর ও মানহানির শামিল। এজন্য তিনি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।