বাংলাদেশিদের ৩৪ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক।

বাংলাদেশিদের ৩৪ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : অনলাইনে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশিদের ৩৪ লাখের বেশি ভিডিও সরিয়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে এসব ভিডিও সরানো হয়েছে। সম্প্রতি প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরানো হয়েছে। এ সময় বিশ্বজুড়ে সরানো হয়েছে ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৫১৬টি ভিডিও। টিকটক কর্তৃপক্ষ বলেছে, তাদের কমিউনিটি গাইডলাইনস এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তা হতে হবে নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে। সব ধরনের গ্রাহক এবং সব কনটেন্টের জন্য তাঁদের মূল নীতিগুলো প্রযোজ্য। এসব নীতি প্রয়োগের ক্ষেত্রে তাঁরা অবিচল ও সমতা বজায় রাখেন।