ডন প্রতিবেদক, কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে দুগনুই গ্রামের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের মাঝে দুগনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নৌকা দিয়ে কাইলানীর হাওরে ৩ জন মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় নৌকার ৩ জনেরমধ্যে ২ জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
বজ্রপাতের ওই ঘটনায় নিখোঁজ দুজন আপন চাচাতো ভাই। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রাকিব মিয়া (১৬) চামারদানি ইউনিয়নের দুগনুই গ্রামের ফজল মিয়ার ছেলে এবং সাইদুর মিয়া (৩০) একই বাড়ির মুকলিব আলীর ছেলে।
বজ্রপাতে এ দুজন প্রাণ হারালেও তাঁদেরসঙ্গে থাকা নিহত সাইদুর মিয়ার কিশোরী মেয়ে ছোট্টমনি প্রাণে বেঁচে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের ঘটনার খবর পাওয়ার সঙ্গেসঙ্গে বাড়ির লোকজন ও গ্রামবাসি মিলে হাওরের পানিতে অনেক খোঁজাখুজির পর সোয়া ৬টার দিকে ওই দুজনের মৃতদেহ হাওরে ভেসে উঠে। এ সময় তাঁরা লাশ দুটো উদ্ধার করেন।
এ ব্যাপারে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।