সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যায় চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি বাঙলার কাগজকে নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি বলেন, সকাল ৭টার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর মামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তাঁর মৃত্যু হয়। হামলার সময় সাংবাদিক নাদিমকে মারধর করে তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটানো হয়েছে বলেই জানিয়েছে তাঁর পরিবার। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, নাদিমের বিরুদ্ধে বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেছিলো, কিন্তু মামলা থেকে নাদিম খালাস পাওয়ার পরই তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।