সাভারে শিক্ষক হত্যায় প্রধান অভিযুক্ত জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভারে শিক্ষক হত্যায় প্রধান অভিযুক্ত জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সাভারের আশুলিয়ার শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাকারী জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিষয়টি আজ বুধবার (২৯ জুন) সন্ধ্যার পর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

দুপুরে আশুলিয়া থানায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়ার পর পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল ইসলাম।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৭ জুন) ভোরে মারা যান উৎপল। গত রোববার (২৬ জুন) আশুলিয়া থানায় শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদি হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলো জিতু।