কোথায় কী আয়োজন

কোথায় কী আয়োজন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প, সংস্কৃতি, রাজনীতি এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। জেনে নিন আজ কোথায় কী আয়োজন।

গণভবনের কর্মসূচি :
গণভবনে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী’র কর্মসূচি :
বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ভুটান থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসা রোগীর’ সর্বশেষ আপডেট তথ্য নিয়ে প্রেস ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শিক্ষামন্ত্রী’র কর্মসূচি :
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের যৌথ আয়োজনে ‘ওয়েলনেস ফেস্টিভ্যাল ২০২৪’ অনুষ্ঠিত হবে। 

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গণপূর্তমন্ত্রী’র কর্মসূচি :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সকাল সাড়ে ৯টায় ধানমন্ডিতে সুলতানা কামাল উইমেন্স কমপ্লেক্সে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেফ ফুড কার্নিভালে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

কৃষিমন্ত্রী’র কর্মসূচি :
বিশ্ব ডাল দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। দুপুর আড়াইটায় হোটেল লা মেরিডিয়ানে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকারমন্ত্রী’র কর্মসূচি :
দুপুর ২টায় ঢাকার সিরডাপ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ঢাকার যানজট : মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের প্রভাব’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এরপর বিকেল ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

জুনাইদ আহমেদ পলক’র কর্মসূচি :
বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে লক্ষ্যে ‘চাকরি মেলা-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকাল ৯টায় আগারগাঁওয়ে শেরে বাংলা নগরে এ উদ্বোধনী অনুষ্ঠান হবে।

নসরুল হামিদ’র কর্মসূচি :
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাজুস ফেয়ার ২০২৪ উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ডিএসসিসি’র কর্মসূচি :
বিকেল ৪টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধিভুক্ত এলাকার সংসদ সদস্যরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সিপিডি’র কর্মসূচি :
‘টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে (জিআই) স্বীকৃতি : প্রক্রিয়া, পরিস্থিতি ও বাংলাদেশের করণীয়’ শিরোনামে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বেলা ১১টায় ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে কর্মসূচি শুরু হবে।

যুবলীগ’র কর্মসূচি :
বেলা ৩টায় গাবতলী সিটি কলোনি মাঠে যুবলীগের উদ্যোগে আয়োজিত অসহায়-শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রওশন এরশাদ’র কর্মসূচি :
জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রেসিডিয়ামের জরুরি বৈঠক করবেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। বেলা সাড়ে ১১টায় গুলশানে রওশন এরশাদের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

র‌্যাব’র ব্রিফিং :
মোহাম্মদপুর এলাকায় ‘ডায়মন্ড’ এবং ‘দে ধাক্কা’ কিশোর গ্যাং পরিচালনাকারী চক্রের অন্যতম হোতা জুলফিকার আলীসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ বিষয়ে সকাল ১০টায় টিকাটুলিতে র‍্যাব ৩- এর কার্যালয়ে ব্রিফ করবেন লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।