সমন্বিত ৮ ব্যাংকে বড় নিয়োগ : পদ ১৫৯৭

সমন্বিত ৮ ব্যাংকে বড় নিয়োগ : পদ ১৫৯৭

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামী শনিবার (২০ জানুয়ারি)। এসব ব্যাংকে ১ হাজার ৫৯৭ জন অফিসার নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২২ সালভিত্তিক অফিসার (সাধারণ) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে।

অফিসারের ১ হাজার ৫৯৭ পদের মধ্যে সোনালী ব্যাংকে ৬৪৩ জন, জনতা ব্যাংকে ১৬৪ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৪৪৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ কন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬৪ জন, কর্মসংস্থান ব্যাংকে ২০ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০ জন নেওয়া হবে।

যে কোনও বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০ জানুয়ারি। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০২০২। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যও জানা যাবে  কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট থেকে।