হুতিদের ওপর ফের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

হুতিদের ওপর ফের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ জানুয়ারি) এ হামলা চালানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

তবে ইয়েমেনে হুতিদের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে, কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে—এসবের কিছুই জানান নি ওই কর্মকর্তা।

মার্কিন প্রশাসন বুধবারই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম নতুন করে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে।

চলতি সপ্তাহে হুতিদের পক্ষ থেকে লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে হামলা চালানোর দাবি করার পর এ পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। লোহিত সাগর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলার ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।