সুমেরুতে অগ্ন্যুৎপাত : সরানো হয়েছে প্রায় ২ হাজার স্থানীয় বাসিন্দাকে

সুমেরুতে অগ্ন্যুৎপাত : সরানো হয়েছে প্রায় ২ হাজার স্থানীয় বাসিন্দাকে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত সুমেরু পবর্তমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। রোববার (৪ ডিসেম্বর) সংঘটিত এ ঘটনায় ওই এলাকা থেকে দুই হাজার মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। খবর এনডিটিভি।

সুমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ধোঁয়ায় ওই অঞ্চলের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে অন্ধকারে পরিণত হয়েছে। এ ঘটনায় জাপানের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানায়, অগ্ন্যুৎপাতের পর সেখানে সুনামির সম্ভাবনা রয়েছে কি-না তাঁরা তা পর্যবেক্ষণ করছে।

এদিকে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলেও দ্বীপটির ওই এলাকা দিয়ে উড়োজাহাজ চলাচলে কোনও প্রভাব পড়ে নি। তবে সতর্কতার জন্য আঞ্চলিক দুটি বিমানবন্দরে নোটিস পাঠানো হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবক বাইউ ডেনি আলফিয়ান্তো সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানান, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ওই এলাকার সঙ্গে সংযুক্ত সব সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে।