ভরিতে ২ হাজার ৯৪৩ টাকা কমলো স্বর্ণের দাম।

ভরিতে ২ হাজার ৯৪৩ টাকা কমলো স্বর্ণের দাম।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রেকর্ড পরিমাণ বৃদ্ধির চারদিনের মাথায় দেশের বাজারে এবার কমছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেছে স্থানীয় বাজারেও কমানো হচ্ছে মূল্যবান এ ধাতুর মূল্য। দেশে ভালো মানের স্বর্ণের ভরিতে ২ হাজার ৯৪৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫২১ টাকা। যার সর্বশেষ নির্ধারিত মূল্য ছিলো ৮২ হাজার ৪৬৪ টাকা।

শুক্রবার (২৭ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে বলেই জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার বাজুসের ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৫২১ টাকা। 

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৫ হাজার ৯০৬ টাকা। যা এখন ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৫ হাজার ৬২ টাকা। যার বর্তমান মূল্য ৬৭ হাজার ৫৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ২১৯ টাকা। যার বর্তমান মূল্য ৫৬ হাজার ২২০ টাকা।