হবিগঞ্জের বিদ্যুৎকেন্দ্রে আগুন : ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

হবিগঞ্জের বিদ্যুৎকেন্দ্রে আগুন : ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটকে ২ ঘণ্টা কাজ করতে হয়েছে।

এর আগে রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে ওই আগুন লাগে।

বিষয়টি বাঙলা কাগজ ও ডনকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।

তিনি বাঙলা কাগজ ও ডনকে জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটে নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাবে ফায়ার সার্ভিস।’

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই বিদ্যুৎকেন্দ্রের চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়।