১১৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

১১৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। মঙ্গলবার (২ এপ্রিল) ভেনেজুয়েলার ওই নাগরিকের মৃত্যুর সময় বয়স ছিলো ১১৪ বছর। তাঁর পরিবারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে বলেন, হুয়ান ভিসেন্ত পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তকালের উদ্দেশে যাত্রা করেছেন।

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তিনি। গিনেজ কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী তখন তাঁর বয়স ছিলো ১১২ বছর ২৫৩ দিন।

মোরার ১১ সন্তান। ও ৪১ জন নাতি-নাতনি আছে। তাঁদেরও ১৮ জন সন্তান ও ১২ জন নাতি-নাতনি আছে।  

১৯০৯ সালের ২৭ মে ভেনেজুয়েলার আনদিয়ান প্রদেশের তাশিরায় জন্মগ্রহণ করেন ভিসেন্তে মোরা। ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন নবম। পাঁচ বছর বয়স থেকেই পরিবারের সঙ্গে কৃষিকাজ শুরু করেন তিনি।