৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার কথা বললেন গভর্নর।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) শনিবার (২৭ আগস্ট) দুই দিনব্যাপী নবম ব্যাংকিং কনফারেন্স শুরুর দিনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
গভর্নরের মতে, বৈশ্বিক মন্দাভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে দেশে যে মূল্যস্ফীতি বেড়েছে, তা নিয়ন্ত্রণ করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আবদুর রউফ তালুকদার বলেন, ‘বাণিজ্যিক ব্যাংকগুলোকে নৈতিকতা মেনে মুনাফা করতে হবে। খেলাপি ঋণ ব্যাংকের প্রভিশন এবং তারল্যের ওপর প্রভাব ফেলছে।
‘ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কঠোর থাকবে।’