৩৬ বছর পর ম্যারাডোনা হতে পারবেন মেসি? ফাইনালে আর্জেন্টিনা

৩৬ বছর পর ম্যারাডোনা হতে পারবেন মেসি? ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ১৯৮৬ সালে বিশ্বকাপের শিরোপা নেওয়ার ক্ষেত্রে দিয়াগো ম্যারাডোনার নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এবার শুধু সৌদি আরবের কাছে হারার পর একটানা অপরাজিত দল হিসেবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সেই ম্যারাডোনা হতে চান লিওনেল মেসি। আর এই ধাপে আরও একধাপ এগিয়ে গিয়ে সর্বশেষ ধাপে পৌঁছেছে আর্জেন্টিনা। সর্বশেষ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেসির দল।

এবার লিওনেল মেসি গোল করলেন, করালেন, রেকর্ডও গড়লেন। আর মেসিময় ম্যাচে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারলো না ক্রোয়েশিয়া।

নিজের দিনে লিওনেল মেসি কতোটা ভয়ঙ্কর, আরও একবার তার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বল পায়ে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন আর্জেন্টিনা অধিনায়ক। সঙ্গে জোড়া গোলের আলো ছড়ালেন তরুণ হুলিয়ান আলভারেস।

লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে গেলো আর্জেন্টিনা।