সৌদি আরবের কাছে আর্জেন্টিনার অঘটনের হার

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার অঘটনের হার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : একটানা ৩৬ ম্যাচ জয় করেছে আর্জেন্টিনা। আর সেই আর্জেন্টিনাই কি-না সৌদি আরবের কাছে হেরে গেলো। যদিও প্রথমার্ধে স্বল্প সময়ের মধ্যেই ৪টি গোল করে ফেলে আর্জেন্টিনা। তবে সেই গোলের ৩টি অফসাইড ধরা হয়। তবে মেসির অফসাইটটি নিয়ে বিতর্ক রয়ে গেছে। সবমিলিয়ে বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

পেনাল্টি থেকে মেসি যে গোলটি করেছেন, তার পটভূমির শুরু ম্যাচের ৮ মিনিটে। বক্সের বাইরে থেকে মেসি ফ্রি–কিক নিয়েছিলেন। সেট থেকে বক্সের বাইরে বল পেয়ে শট নেন লাওতারো মার্তিনেজ। তিনি শট নেওয়ার সময় বক্সের ভেতরে ধাক্কাধাক্কিতে পড়ে যান রদ্রিগো দি পল। এটি ফাউল ছিল কি-না, পরীক্ষা করতে ভিএআরের সাহায্য নেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ফিরে এসে পেনাল্টির নির্দেশ দেন তিনি। অসাধারণ শটে বল জালে পাঠিয়ে বিশ্বকাপে মার্তিন পালের্মোর পর আর্জেন্টিনার দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়ে যান মেসি। 

এরপরই অফসাইডের কারণে গোল বাতিলের অবিশ্বাস্য সেই স্পেল। প্রথমটি ২১ মিনিটে বল জালে পাঠান মেসি। কিন্তু তিনি উদ্‌যাপন শুরু করার আগেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৭ মিনিট পর আবার একই ঘটনা। এবার বল জালে পাঠান লাওতারো মার্তিনেজ। দি পলের দারুণ পাস ধরে এগিয়ে আসা গোলকিপারের ওপর দিয়ে বল জালে পাঠান। রেফারি গোলের বাঁশি বাজান, মার্তিনেজ উদ্‌যাপন করেন। কিন্তু সৌদি আরবের খেলোয়াড়েরা প্রতিবাদ করলে রেফারি ভিএআরের সাহায্য চান। ফিরে এসে দেন অফসাইডের সিদ্ধান্ত। ৩৪ মিনিটে আবার মার্তিনেজ বল জালে পাঠান। কিন্তু আবারও অফসাইডের বাঁশি!

ফলে টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রার স্বল্প পরিমাণে ম্লান হলো আর্জেন্টিনার। এর আগে আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ আর্জেন্টিনা হেরেছিলো ২০২০ সালের ১২ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে।