পদ্মা সেতু দিয়ে বুধবার থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু

পদ্মা সেতু দিয়ে বুধবার থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (পহেলা নভেম্বর) থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথে রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। বাণিজ্যিক ট্রেন চলাচলের অপেক্ষার প্রহর গুনছেন পদ্মাপাড়ের মানুষ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জ্যেষ্ঠ প্রকৌশলী প্রদীপ কুমার সাহা বাঙলার কাগজকে বলেন, বুধবার রাত পৌনে ১০টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে সুন্দরবন এক্সপ্রেস। বৃহস্পতিবার ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১৮ মিনিটে প্রথম ট্রেনটির পদ্মা সেতু অতিক্রম করার কথা রয়েছে। সিডিউল অনুযায়ী, ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। ফিরতি পথে সুন্দরবন এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় কমলাপুর থেকে রওনা হয়ে পদ্মা সেতু অতিক্রম করবে সকাল ৮টা ৫৮ থেকে ৯টা ৯ মিনিটে। সিডিউল অনুযায়ী, ট্রেনটি খুলনা পৌঁছাবে বিকাল ৩টা ৫০ মিনিটে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় যশোরের বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস রওনা হয়ে পদ্মা সেতু অতিক্রম করবে সন্ধ্যা ৭টা ৪৭ থেকে ৭টা ৫৮ মিনিটে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত পৌনে ৯টায়।

পরবর্তীতে মধুমতি এক্সপ্রেস রাজশাহী-ঢাকা ও নকশীকাঁথা এক্সপ্রেস ঢাকা-খুলনা পথে চলাচল করবে বলেই জানান প্রকৌশলী প্রদীপ কুমার।  

পদ্মা সেতু দিয়ে খুলনা ও বেনাপোলের ট্রেন চলাচলে সময় কমবে দুই থেকে আড়াই ঘণ্টা। আর যশোর পর্যন্ত পুরো প্রকল্প সম্পন্ন হলে সময় কমবে ছয় ঘণ্টা পর্যন্ত।

প্রসঙ্গত, যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা।