এম এ রহমান’র কবিতা তুমি বিদ্রোহী নজরুল

এম এ রহমান’র কবিতা তুমি বিদ্রোহী নজরুল

ক্ষুধার আগুন পেটে নিয়ে গেয়ে যাও তুমি গান
কৃষক, কুলি, মজুর যতো গাও মানুষের জয়গান
তুমি নজরুল, প্রেমের কবি বাঁশিতে তুলো সুর
বাঁশির সুরে ফুল ফুটে আর পাখি গায় সুমধুর।

তুমি সাইক্লোন, তুমি ধ্বংস, উন্নত তোমার শির
অন্যায় যতো নাও নি মেনে, মেরেছো বুকে তীর
কবিতা-গান, উপন্যাসে- তুমি অশ্বারোহী 
তুমি নজরুল, তুমি বিদ্রোহী, তুমি বিদ্রোহী।

বাংলার বুকে থাকবে তুমি, হয়ে যে অনির্বাণ 
জন্মদিনের করি স্মরণ শ্রদ্ধাতে পুষ্পবাণ
জাতীয় কবি যে তুমি, সাহিত্যের এক শাহী
তুমি নজরুল, তুমি বিদ্রোহী, তুমি বিদ্রোহী।

হাতিয়া, উলিপুর, কুড়িগ্রাম।