ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : একদিকে হকি, আরেকদিকে ক্রিকেট। শনিবার (১২ আগস্ট) ছিলো ভারতীয়দের জন্য গর্বের দিন। এদিন, হকি চ্যাম্পিয়ন হয় ভারত। হকির পাশাপাশি, ক্রিকেটেও বাজিমাত করলো ভারতীয় দল। ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে (India Vs West Indies) হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত। আজ রোববার (১৩ আগস্ট) পঞ্চম ম্যাচেই জানা যাবে, কে অবশেষে জিতবে সিরিজ।
এদিন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিলো ভারতীয় দল। যদিও, যশস্বী ও শুভমন আক্রমণাত্মক ব্যাটিং শেষ পর্যন্ত জয় এনে দিলো ভারতকে। দু’জনেই অর্ধশতরান করেন। ১৮ বল বাকি থাকতেই ১৮০ রানে টার্গেট পূরণ করলেন হার্দিক পাণ্ডিয়ারা।
শনিবার টসে জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালোই করেছিলেন ক্যারিবিয়ানরা। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং। কিন্তু পাওয়ার প্লে’র মধ্যেই দু’জনের উইকেট তুলে নেন আর্শদীপ সিং।
কুলদীপের বোলিংয়ে এক ওভারেই দুটি উইকেট পড়ে ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যান শিমরন হেটমেয়ার। অর্ধশতরান করেন তিনি। শেষ ওভারে ৬১ রান করে আউট হন হেটমেয়ার। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে আর্শদীপ ৩টি, কুলদীপ ২টি এবং ১টি করে উইকেট নেন অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল ও মুকেশ কুমার।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো ভারত। যশ্বসী-শুভমনের জুটিতে ১০ ওভারের মধ্যেই ১ শ রান পেরিয়ে যায় ভারত। প্রায় শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তাঁরা। যদিও শেষদিকে আউট হয়ে যান শুভমন। ৪৭ বলে ৭৭ রান করেন তিনি। ব্যস আর কোনও উইকেট পড়ে নি ভারতের। ৮৪ রানে অপরাজিত থাকেন যশ্বসী।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত।