কুকিচিনের প্রধান সমন্বয়ক র‌্যাবের হাতে গ্রেপ্তার

কুকিচিনের প্রধান সমন্বয়ক র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিনের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। রবিবার (৭ এপ্রিল) ভোরে বান্দরবানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, বান্দরবানে প্রথম কুকিচিন গঠন করে রোয়াল লিন বম এবং চেওশিম বম। তাদের সঙ্গে কুকিচিন প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কুকিচিনের যে চুক্তি হয়েছিলো, সেটি হয়েছিলো চেওশিম বমের বাসায়।

এর আগে একইদিন সকালে বান্দরবানে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই চেওশিম বমকে গ্রেপ্তারের তথ্য জানালো র‌্যাব।