প্রধানমন্ত্রীর কাছে বিপুল অভিযোগ বুয়েটের ছাত্রলীগমনা ২১ শিক্ষার্থীর

প্রধানমন্ত্রীর কাছে বিপুল অভিযোগ বুয়েটের ছাত্রলীগমনা ২১ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নিরাপদ ক্যাম্পাস, নিজেদের জীবনের নিরাপত্তা এবং সাহসের সঙ্গে প্রগতিশীল রাজনীতির চর্চা করার অধিকার চেয়ে এবার প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগমনা ২১ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই খোলা চিঠি পাঠ করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বুয়েটের ২১ শিক্ষার্থীর পক্ষ থেকে আমাদের এই খোলা চিঠি।’

ছাত্রলীগমনা শিক্ষার্থীদের খোলা চিঠিতে বলা হয়, ‘হে দেশরত্ন, বঙ্গবন্ধু তনয়া, আমাদের সাহায্য করুন। আমরা স্বাভাবিক ও নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা চাই না যে, আমাদের ক্যাম্পাস জঙ্গি তৈরির কারখানা হোক। আমরা চাই না দেশে দ্বীপ ভাই, সনি আপু ও আবরার ফাহাদ ভাইয়ের মতো নির্মম ঘটনা ঘটুক। আমরা দ্বিতীয় কোনও হলি আর্টিজান ঘটনাও চাই না। আমরা চাই না তন্ময় ভাইয়ের মতো কেউ শিবিরের নৃশংস হামলার ক্ষতচিহ্ন নিয়ে জীবনযাপন করুক।’

হিজবুত তাহ্‌রীর বা শিবিরের সন্ত্রাসী আক্রমণ থেকে কতোটা নিরাপদ বুয়েটের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি- এমন প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, ‘রাষ্ট্রযন্ত্র মেধাবীদের এই ক্যাম্পাসকে কতোটা নজরদারিতে রেখেছে বা এর প্রতিরক্ষা নিশ্চিত করছে আমরা জানি না। যে কোনও বড় ধরনের নাশকতার ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিলে হলি আর্টিজানের মতো কোনও ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছি আমরা ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রসমাজ।’

তাঁরা বলেন, ‘এ বিষয়ে বুয়েট ক্যাম্পাসে কাউন্টার টেরোরিজম ইউনিট ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা কতোটুকু তাও আমরা জানি না। অতিসত্ত্বর বুয়েট নিয়ে তাঁদের কার্যক্রম জোরদার করার দাবি জানাচ্ছি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে বলা হয়, বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতিকে এক প্রকার নিষিদ্ধ কাজ হিসেবে দেখা হচ্ছে। আমরা প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাসী এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরাও অংশ নিতে চাই দেখে আমাদের ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে মানসিক নিপীড়ন চলে আসছে, যা বর্তমানে আমাদের জীবনের হুমকিতে রূপ নিয়েছে।

প্রধামন্ত্রীর কাছে আর্জি জানিয়ে খোলা চিঠিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি এবং আপনার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের আকূল আর্জি রাখলাম, আমাদের নিরাপদ ও স্বাধীন মতামত প্রকাশের ক্যাম্পাস উপহার দিন। দেশ ও দশের প্রতি ভালোবাসা রেখে সকলের কল্যাণকে মাথায় রেখে আমরা ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি চাই এবং জীবনের নিরাপত্তা চাই। আমরা বুয়েট ক্যাম্পাসে নিরাপদে এবং সৎ সাহসের সঙ্গে প্রগতিশীল রাজনীতির চর্চা করতে চাই।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার কারণে শিক্ষার্থীদের অপদস্ত হতে হচ্ছে দাবি করে চিঠিতে বলা হয়, আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা বলতে চাই, শুধু স্বাধীন মত প্রকাশের জন্য যে পরিমাণ বুলিং করা হয়েছে আমাদের ওপর, তা অকথ্য। আবরার ফাহাদ ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পর বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়, কিন্তু এরপর র‍্যাগিং বা এর সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের কোনও আইনভঙ্গের অভিযোগ না থাকলেও সংখ্যালঘু ছাত্রদের ওপর শুরু হয় পাবলিক হিউমিলিয়েশন (গণ অপদস্ত) এবং ডিফেমেশন (সম্মানহানি) যা হয় শুধু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার কারণে।

হিযবুত তাহ্‌রীর এবং শিবিরের বিরুদ্ধে কথা বলার কারণে শিক্ষার্থীদের জবাবদিহি, বুলিং এবং সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে উল্লেখ করে খোলা চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মনন চর্চার মুক্তমঞ্চ, বিশ্ববিদ্যালয়ে মৌলবাদ-বিরোধী অবস্থান রাখাকে কীভাবে অভিযোগ হিসেবে তুলে ধরা হয়, তা আজও জবাবদিহি চাওয়া প্রত্যেক ছাত্রের প্রশ্ন।

চিঠিতে আরও বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দুইজন সহপাঠীকে আহসান উল্লাহ হলে রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত জবাবদিহির নামে প্রহসনমূলক র‍্যাগিং বা বুলিং এবং কমন রুম ও মাঠে একটানা অপমান করা হয়। আমাদের নিচু দেখিয়ে কথা বলাও শুরু হয় এবং হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শুধু মতপ্রকাশ করেছিলাম। স্বাধীন এই বাংলায় এই অধিকার কি আমাদের নেই? পরবর্তীকালে আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছাত্ররা এক রাতে একসঙ্গে বসে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা ও খাওয়া-দাওয়া করলে আবারও ছুটে আসে সোশ্যাল ডিফেমেশন এর কালো ছায়া। এতে প্রমাণবিহীনভাবে রাজনৈতিক নেতাদের উপস্থিত থাকার বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল গ্রুপ থেকে বের করে দেওয়া হয়।

‘বিশ্ববিদ্যালয় ক্লাবের প্রতি নিবেদিতপ্রাণ সদস্যদের ক্লাব থেকে বের করে দেওয়া হয়। এমনকি ক্লাস শিডিউল ও পরীক্ষার রুটিন সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্ত ছাত্রদের না জানানোর আদেশ দেওয়া হয়। আমরা এই মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করলেও কোনও মীমাংসা আজও পাই নি।’

চিঠিতে আরও জানানো হয়, সর্বশেষ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ক্যাম্পাসে আসা এবং তাঁর সঙ্গে সৌজন্যে সাক্ষাতের কারণে ইমতিয়াজ রাব্বিকে বহিষ্কারের দাবি করা হয় এবং উপাচার্য মহোদয় কোনও তদন্ত ছাড়াই সেই দাবি গ্রহণ করেন। এই আন্দোলন ক্যাম্পাসে শান্তির পরিবেশ নষ্ট করে; যা পরীক্ষা বয়কটের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরই সঙ্গে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের জীবন হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, আমাদের উক্তিতে উঠে আসা ঘটনাগুলোতে সব সময়ই হোতা কিছু নির্দিষ্ট মানুষই, যাদের সঙ্গে শিবির সন্দেহে আটককৃতদের সম্পৃক্ততা এবং মৌলবাদী চিন্তা পালনের দৃষ্টান্ত মেলে। অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক মতামত প্রতিষ্ঠার জোরও চালানো হয় তাদের দ্বারা। তবে এই অন্ধকার রাজনীতি আড়াল নেয় আবরার ফাহাদ ভাইকে হারানোর বেদনায় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চেতনা’ বিষয়ক ক্লাব প্রতিষ্ঠা করতে চাইলে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে- জানিয়ে চিঠিতে বলা হয়, এর জন্যই কি আমাদের এই স্বাধীনতা? জাতির জনকের জন্মবার্ষিকীতে ইফতার বিতরণ কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়?

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে এই সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ করায় আমাদের জীবন হুমকিসহ নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। শিবির দ্বারা পরিচালিত বাঁশের কেল্লার পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। আমাদের জীবন হুমকিতে। হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের রক্ষক, আপনি সহযোগিতা করুন, আমাদের আবেদন শুনুন।