কুমিল্লা থেকে জঙ্গি গ্রেপ্তার

কুমিল্লা থেকে জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কার্যক্রম বেড়েছে। বিশেষ করে বিভিন্ন ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে চলছে সংগঠনের দাওয়াতি কার্যক্রম। এমনই একটি জঙ্গি সংগঠন হলো- ‘আল্লাহর দল’। সংগঠনটি শিক্ষিতদের টার্গেট করে কাজ করছে বলে জানিয়েছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (২৫ নভেম্বর) কুমিল্লার কোতোয়ালি থানার দক্ষিণ ঠাকুরপাড়া সাকিনা রামপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ‘আল্লাহ দল’ এর ৫ সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো : আল্লাহর দল এর কুমিল্লা জেলার আমির মশিউর রহমান রাসেল, তার সহযোগী আবু সুফিয়ান, মো. সালাউদ্দিন, মো. আলাউদ্দিন ও জুলহাস হোসেন। তাদের কাছ থেকে মোবাইল ও সংগঠনের কার্যক্রমের কাগজপত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টায় এটিইউয়ের সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এটিইউ এর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন : অতিরিক্ত ডিআইজি হাসানুল জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই এবং সহকারী পুলিশ সুপার ওয়াহীদা পারভিন।