কালাম আঝাদ : আমাদের দেশপ্রেম ও কাঁচা মরিচ আমদানি
সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : আমাদের দেশপ্রেম কমে যাচ্ছে। যেখানে ডলারের প্রয়োজন, সেখানে পেঁয়াজের পর কাঁচা মরিচেও একই কাজ করা হলো। আর দুটো পণ্যই কেবল আমদানির পর দাম কমেছে। তাতে ডলারের ওপর চাপ বাড়ছে আর আওয়ামী লীগ সরকার বেকায়দায় পড়ছে। আরও একটি বিষয় বলা যায়, পণ্য আমদানির জন্যই কি তবে কারসাজি করা হয়েছিলো? উত্তর যদি 'হ্যাঁ' হয়, তবে কাজটি খুবই ভয়াবহ। কারণ পণ্যমূল্য নিয়ন্ত্রণ না করে ডলার ঘাটতি থাকার পরও কারসাজি খুবই ভয়ঙ্কর জিনিস।
২. বাংলাদেশে মার্টিনেজ আসলেন, অথচ দেশের খেলোয়াড়েরাও দেখা করতে পারলেন না! এটা কেমন কথা। ফান্ডেড নেক্সটের উচিত ছিলো, কোনও স্টেডিয়ামে দর্শকদের জন্য আয়োজন করা, যা ভারত করেছে, তাতে প্রয়োজনে টিকিটের দাম বেশি রাখা হতো, কিন্তু আমাদের ভক্তদেরকে বঞ্চিত করতে হতো না। যদি উনাকে মানুষের সঙ্গে দেখাই না করাবেন, তাহলে কেনো শুধু শুধু এনে অপমান করলেন?
সবমিলিয়ে আমি বলবো, আমাদের যদি দেশপ্রেমের অভাব একটুও থাকে, তাহলেও সেটি পূরণ করে নিন। দেশকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা। কারণ আপনি আজকে অন্যের জন্য ফাঁদ পাতলে, আরেকদিন আপনি আরেকজনের ফাঁদে পড়ে যাবেন, এটিই নিয়ম।
* পণ্যমূল্য নিয়ন্ত্রণে এখনও বাণিজ্যমন্ত্রীর অপারগতা প্রকাশ পাচ্ছে।
* পচনশীল কৃষি পণ্যগুলোর জন্য দেশের বিভিন্ন স্থানে জরুরিভিত্তিতে হিমাগার নির্মাণ করুন।
* কোনও বন্ধুকে বাংলাদেশে আনলে, আমরা যাঁরা আছি, তাঁদেরকে কখনোই বঞ্চিত করবেন না।