খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা মাতৃভাষার জন্য আত্মবলিদানকারী লাখো শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, তিন পার্বত্য জেলার ৩০৯ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার নাঈমুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ সরকারি-বেসরকারি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের হাজার হাজার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে আজকের এইদিনে ভাষার জন্য আত্মদানের মাধ্যমে বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটে। এর প্রায় ২০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ স্বাধীন বাংলাদেশ গঠনের মাধ্যমে তাঁর পূর্ণতা লাভ হয়। এ দিনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।